স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ আগস্ট।। রাজধানী আগরতলা শহরের অফিস লেনে শিক্ষাভবনে ডেপুটেশন প্রদান করেছে অল ইন্ডিয়া ডিএসও।রাজ্য সরকারের বর্তমান শিক্ষানীতির প্রতিবাদ জানিয়ে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন এর পক্ষ থেকে শিক্ষাভবনে সোমবার ডেপুটেশন প্রদান করা হয়।
অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাজ্য সরকার গাছ তলায় বসে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে গাছ তলায় বসে ক্লাস করা হলেও ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শক্ষিকারা করোণায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সে কারণেই গাছ তলায় বসিয়েও ক্লাস না করানোর জোরালো দাবি জানিয়েছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন।সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যতদিন পর্যন্ত করোণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতি শেষ না হবে ততদিন পর্যন্ত পঠন পাঠন বন্ধ রাখতে হবে।