বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তিনে উঠেছে ইংল্যান্ড। ফ্রান্স নেমে গেছে চার নম্বরে।
এই মাসে ইউরোপ অঞ্চলের ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে তিন ম্যাচ খেলে একটিতে জেতে ফ্রান্স। ড্র করে অপর দুটি। সেটিরই প্রভাব পড়ল র্যাঙ্কিংয়ে। আর ইংল্যান্ড বাছাইয়ে তিন ম্যাচের দুটি জেতে এবং একটি ড্র করে। প্রায় ৯ বছর পর র্যাঙ্কিংয়ে তিনে উঠল ইংলিশরা।
কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়া লিয়োনেল মেসির আর্জেন্টিনা রয়েছে ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।
এক ধাপ পিছিয়ে তাদের পরে আছে ২০১০ সালের বিশ্বকাপ জয়ী স্পেন। নবম স্থান ধরে রেখেছে মেক্সিকো। এক ধাপ এগিয়ে দশে উঠেছে ডেনমার্ক।
দুই ধাপ এগিয়েছে জার্মানি, চারবারের বিশ্বকাপ জয়ীরা আছে এখন ১৪ নম্বরে।
আবারও পিছিয়েছে বাংলাদেশ। এক ধাপ নেমে বর্তমানে জেমি ডের দল আছে ১৮৯ নম্বরে। ভারতও ১০৫ থেকে ১০৭ নম্বরে নেমে গেছে।
সাফ কাপে ৪ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।আগামী ২১ অক্টোবর পরবর্তী র্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা।