অনলাইন ডেস্ক, ১৬ সেপ্টেম্বর।। কোরীয় উপদ্বীপে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় নতুন নজির দেখা গেল। উত্তর ও দক্ষিণ কোরিয়া কয়েক ঘণ্টার ব্যবধানে নিজেদের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
বিবিসি জানায়, উত্তর কোরিয়া পূর্ব উপকূল থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে। ছয় মাসের মধ্যে এটি প্রথম কোনো পরীক্ষা, যা জাতিসংঘের প্রস্তাবনার সর্বশেষ লঙ্ঘন।
এবং উত্তরের পারমাণবিক ইস্যুতে দক্ষিণ কোরিয়া ও চীনের আলোচনার মাঝেই এ ঘটনা ঘটেছে।
এর কয়েক ঘণ্টা পর বুধবার দক্ষিণ কোরিয়া সাবমেরিন থেকে উৎপেক্ষণযোগ্য নিজেদের প্রথম ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালান।
তবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, এ পরীক্ষার পূর্ব-পরিকল্পিত, এর সঙ্গে উত্তরের মিসাইল পরীক্ষার সম্পর্ক নেই।
এর মাধ্যমে এ ধরনের প্রযুক্তি সমৃদ্ধ সপ্তম দেশ হিসেবে বিবেচিত হচ্ছে দক্ষিণ কোরিয়া।
এ পরীক্ষার সময় হাজির ছিলেন প্রেসিডেন্ট মুন জই-ইন। তিনি বলেন, উত্তর কোরিয়ার উসকানির জবাব দেওয়ার জন্য তার দেশের এখন পর্যাপ্ত ক্ষমতা রয়েছে। প্রতিবেশী দেশকে হারাতে অস্ত্র কর্মসূচি বাড়ানোর আহ্বানও জানান।
প্রতিপক্ষের এমন এ মন্তব্যকে ‘অযৌক্তিক’ ও ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং।
এ দিকে উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বুধবার এক রুদ্বদ্বার জরুরি বৈঠকে বসে। সেখানে সদস্য রাষ্ট্ররা এ ঘটনাকে বড় ধরনের হুমকি হিসেবে বর্ণনা করে।