Electricity: বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালীপনায় শিশু বিহার স্কুল এলাকায় ক্ষোভ ও অসন্তোষ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালীপনা ও অবহেলায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে রাজধানী আগরতলা শহরের বনেদি স্কুল শিশু বিহারের সামনে। আগরতলা শিশু বিহার ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে বিদ্যুতের মেইন সুইচ রেলিং এর মধ্যে লাগিয়ে রাখার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। গত ১৫ই আগস্ট এই বিদ্যুৎ লাইন লাগানো হয়েছে ।এখনো সরানোর কোন পদক্ষেপ নেই বিদ্যুৎ দপ্তরের। মঙ্গলবার এমনটাই দৃশ্য চোখে পড়লো। করোনা পরিস্থিতি কাটিয়ে স্কুল খোলার পরও স্কুল সংলগ্ন এলাকা থেকে এই ম্যাচটি খোলে না নেওয়ায় যেকোনো সময় বিপদ ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। কেননা স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত এই রেলিঙে এসে ধরছে’ এবং খেলাধুলা করছে। যেকোনো সময় ছাত্র-ছাত্রীরা বিদ্যুৎস্পৃষ্ট হতে পারে বলেও অনেকে আশঙ্কা ব্যক্ত করেছেন। অবিলম্বে মেইন সুইচ সরিয়ে নেওয়ার জন্য দাবি জানিয়েছেন অভিভাবক মহল।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?