আইসিসির হল অব ফেমে ক্যালিস-লিসা-আব্বাস

অনলাইন ডেস্ক, ২৩ আগস্ট।। ক্রিকেটে অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর হল অব ফেমে জায়গা পেলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জাক ক্যালিস, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাহির আব্বাস ও অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার লিসা স্থালেকার। জ্যাক ক্যালিস আন্তর্জাতিক টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই ১০ হাজার রান ও দুই শতাধিক উইকেট লাভ করেছেন।

টেস্ট ফরম্যাটে রেকর্ড ২৩ বার ম্যান অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছেন এই অলরাউন্ডার। এছাড়া টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। অজি নারী ক্রিকেটার লিসা স্টালেকার ২০০৫ ও ২০১৩ সালে বিশ্বকাপ জিতেছেন। এছাড়া ২০১০ ও ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন তিনি। ইতিহাসের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে এক হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই অলরাউন্ডার।

আইসিসির চলতি বছরের হল অব ফেমে জায়গা পাওয়া জহির আব্বাসকে রান মেশিন নামেও ডাকা হতো। আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৫ ম্যাচে সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার তিনি। একমাত্র এশিয়ান ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০টি শতক হাঁকিয়েছেন এই পাকিস্তানি ক্রিকেটার। উল্লেখ্য, আইসিসি-র হল অব ফেম চালু হয় ২০০৯ সালে। প্রতি বছর একাধিক ক্রিকেট কিংবদন্তি অন্তর্ভূক্ত হন এই হল অব ফেমে। ২০১৯ সালে হল অব ফেমে জায়গা করে নিয়েছিলেন শচিন তেন্ডুলকার, ক্যাথরিন ফিটজপ্যাট্রিক ও অ্যালান ডোনাল্ড।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?