অনলাইন ডেস্ক, ১২ সেপ্টেম্বর।। ম্যানচেস্টার ইউনাইটেডে রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। দ্বিতীয় দফায় ওল্ড ট্রাফোর্ডে ফিরেই জোড়া গোল করেছেন পর্তুগিজ উইঙ্গার। নিউক্যাসলের বিপক্ষে রেড ডেভিলরাও জিতেছে ৪-১ ব্যবধানে।কিন্তু ওদিকে যে ভালো নেই তার পুরোনো সতীর্থরা। হেরেই চলেছে রোনালদোর সাবেক ক্লাব জুভেন্টাস। সিরি’আর এই মৌসুমে তিন ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি তুরিনের বুড়িরা। হেরেছে টানা দুই ম্যাচ।
মৌসুমে জুভদের প্রথম ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন রোনালদো। উদিনেসের বিপক্ষে সেই ম্যাচে ২-২ গোলে ড্র করে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। শেষ মুহূর্তে গোল করেও দলকে জেতাতে পারেননি রোনালদো। ভিএআর সে গোল বাতিল হয়ে যায়।
এরপর রোনালদোও তুরিনের সঙ্গে তিন বছরের সম্পর্ক ছেড়ে অনেক নাটকের জন্ম দিয়ে দল-বদলের শেষ মুহূর্তে ফের যোগ দেন ইউনাইটেডে। নিউক্যাসলের বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বিতীয় দফায় প্রিমিয়ার লিগে ‘অভিষেক’ হলো সিআর সেভেনের।
আর রোনালদোকে ছাড়া লিগে দ্বিতীয় ম্যাচে এম্পলির বিপক্ষে ১-০ গোলে হারে জুভরা। তাও ঘরের মাঠে। তৃতীয় ম্যাচে নাপোলির বিপক্ষে হতাশা ঝেড়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল অ্যালেগ্রির দল।
১০ম মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়েও যায় জুভেন্টাস। কিন্তু ঘরের মাঠে পিছিয়ে পড়ে জ্বলে ওঠে নাপোলি। লুসিয়ানো স্পেলেত্তির দল তুলে নেয় ২-১ ব্যবধানের জয়। মাত্তেও পোলিতানোর সমতাসূচক গোলের পর ম্যাচের শেষ মুহূর্তে নাপোলির জয়সূচক গোল করেন কালিদৌ কৌলিবালি।
লিগে এখন পর্যন্ত মাত্র এক পয়েন্ট অর্জন করেছে জুভেন্টাস। তালিকায় তারা ১৪তম স্থানে। জুভরা গত মৌসুম শেষ করেছিল পয়েন্ট তালিকার চারে থেকে। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি।