Corona: ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে শনাক্ত হওয়া কভিড-১৯ সংক্রমণে মৃত্যু ৪৬ লাখ

অনলাইন ডেস্ক, ৮ সেপ্টেম্বর।। দেশে দেশে লকডাউন, বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি পালন ও গণ টিকাদান সত্ত্বেও করোনার দাপট খুব একটা কমেনি। বিশেষ করে ভাইরাসের ভারতীয় ধরন ডেল্টা নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব। শিগগিরই করোনার নতুন ঢেউয়ের আশঙ্কা করছে কোনো কোনো দেশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে শনাক্ত হওয়া কভিড-১৯ সংক্রমণে মৃত্যুর ৪৬ লাখ পেরিয়েছে। যদিও কোনো কোনো হিসাবে এ সংখ্যা আরও বেশি। গত ২৮ আগস্ট ৪৫ লাখের ঘর পার হয় মৃতের সংখ্যা। অর্থাৎ, দশ দিনে মারা গেছে আরও লাখ খানেক মানুষ।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ জানায়, এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ২২ কোটি ২৭ লাখ ৭৪ হাজার ১৮৯ জন মানুষ। মারা গেছে ৪৬ লাখ ৬৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ কোটি ৯২ লাখ ৯৭ হাজার ২৪৮ জন।

আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও দেশটি এক নম্বরে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ কোটি ১২ লাখ ৬ হাজার ৬৭২ জন।মারা গেছে ৬ লাখ ৬৯ হাজার ২২ জন।

৩ কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৪৫০ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৪১ হাজার ৪৪৩ জন। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ৯ লাখ ১৩ হাজার ৫৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৫ লাখ ৮৪ হাজার ২০৮ জন মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়।

আক্রান্ত বেড়ে যাওয়ায় তালিকায় চতুর্থ স্থানে ওঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিকে শনাক্ত ৭ লাখ ৫৬ হাজার ১০৬ জন ও মারা গেছে ১ লাখ ৩৩ হাজার ৪৮৩ জন। এরপর থাকা রাশিয়ায় ৭০ লাখ ৪৭ হাজার ৮৮০ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ১ লাখ ৮৮ হাজার ৭৮৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তালিকায় আক্রান্তের হিসাবে বাংলাদেশের অবস্থান ২৮। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে আরও ৫৬ জন মারা গেছে। এ নিয়ে মোট মারা গেছে ২৬ হাজার ৬৮৪ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৩৯ জন। এ পর্যন্ত মোট ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?