স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ আগস্ট।। ত্রিপুরা প্রদেশ তপশিলী জাতিমোর্চার নব গঠিত কমিটির সদস্যকে রবিবার সংবর্ধনা জ্ঞাপন করা হয় । মৎস ব্যবসায়ী ইউনিট মহারাজগঞ্জ বাজারের উদ্যোগে এই সংবর্ধনা জ্ঞাপন করা হয়।ত্রিপুরা প্রদেশ তপশিলী জাতিমোর্চা বরাবর এই রাজ্যের মৎসজীবী এবং শুকনো মৎসজীবীদের আর্থিক ভাবে কিভাবে স্বাবলম্বী হতে পারে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বর্তমান সরকারের একটাই লক্ষ্য। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে নথিভুক্ত ২৫০০ মৎস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা ঋনের ব্যবস্থা করে দেবে।ইতিমধ্যেই এই বিষয়ে মোর্চার দিক থেকে কাজ শুরু করে দেবে। এছাড়া লক ডাউনের সময় আগরতলা পুর পরিষদের অন্তর্গত ২০৮ জনকে দুঃস্থ মৎস ব্যবসায়ীকে এককালীন ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
এমন ভাবে প্রত্যেক দিন ব্যবসায়ীদের স্বার্থে কাজ করছে সরকার। একই সঙ্গে মৎস ব্যবসায়ীদের পাশে রয়েছে ত্রিপুরা প্রদেশ তপশিলী জাতিমোর্চা। করোনার সময়ে ব্যবসায়ীদের নির্দেশ মেনে ব্যবসা করার আহ্বান জানান ত্রিপুরা প্রদেশ তপশিলী জাতিমোর্চার রাজ্য সভাপতি টুটন দাস।