অনলাইন ডেস্ক, ৫ সেপ্টেম্বর।। আফগান সরকারের ব্যবহৃত অনেক ই-মেইল অ্যাকাউন্টের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রেখেছে গুগল।
দেশটির সাবেক সরকারি কর্মকর্তা ও তাদের আন্তর্জাতিক সহযোগীদের ডিজিটাল নথি তালেবানের হাতে যাওয়ার ভয় থেকে এমনটা করা হয়েছে বলে সংশ্লিষ্ট একজনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
যুক্তরাষ্ট্র–সমর্থিত আফগান সরকার হটিয়ে গত ১৫ আগস্ট রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর পরপরই খবর আসে, আফগান সরকারের বায়োমেট্রিক ও অন্যান্য তথ্যভান্ডার তালেবানের হাতে গেছে।
তালেবান যোদ্ধারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাদের ‘শত্রুদের’ খুঁজে বের করার কাজে এগুলো ব্যবহার করতে পারেন।
শুক্রবার এক বিবৃতিতে গুগল জানায়, আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ‘সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর নিরাপত্তায় সাময়িক পদক্ষেপ’ নিচ্ছে তারা। তবে সেগুলো আফগান সরকারের ই-মেইল অ্যাকাউন্ট কি না, তা নিশ্চিত করেনি।
আফগানিস্তানের বিদায়ী সরকারের একজন কর্মী রয়টার্সকে বলেছেন, তালেবান বিগত সরকারের কর্মকর্তাদের ই-মেইল অ্যাকাউন্টগুলোতে ঢুকতে চাইছে।
গত মাসের শেষ দিকে ওই কর্মী বলেন, যে মন্ত্রণালয়ের জন্য তিনি কাজ করতেন, তাদের সার্ভারে রাখা তথ্য সংরক্ষণের জন্য তাকে বলেছিল তালেবান।
তিনি বলেন, ‘আমি যদি তা করতাম, তাহলে তারা ওই সব তথ্য পেত এবং মন্ত্রণালয়ের আগের শীর্ষ পদধারীদের সরকারি যোগাযোগের তথ্য পেয়ে যেত। ’