অনলাইন ডেস্ক, ৪ সেপ্টেম্বর।। জাপানি তারকা নাওমি ওসাকা টেনিস থেকে সাময়িক বিরতি নিতে যাচ্ছেন। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত হওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি।বিশ্ব র্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা এই তারকা ৫-৭, ৭-৬ (৭-২), ৬-৪ গেমে হেরেছেন ১৮ বছর বয়সী লেইলাহ ফার্নান্দেজের কাছে।
এর আগে মানসিক অবসাদের কথা জানিয়ে ফ্রেঞ্চ ওপেনের মাঝ পথ থেকে সরে দাঁড়িয়েছিলেন ওসাকা। এরপর টোকিও অলিম্পিকে খেললেও সাফল্য পাননি। এবার ইউএস ওপেনেও সাফল্য অধরা। মানসিক যুদ্ধ যে তার এখনো চলছে, তা পরিষ্কার হয়ে যায় হারের পর ফের টেনিস থেকে সরে দাঁড়ানোয়।
সংবাদ সম্মেলনে ওসাকা বলেন, ‘আমার মধ্যে কোনো আবেগ কাজ করছে না। জিতলে আনন্দ পাচ্ছি না। মনে হয় যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। হেরে গেলে ভেঙে পড়ি। আমার মনে হয় না এটা স্বাভাবিক।’
‘খুব স্পষ্ট করে বোঝানো কঠিন। সত্যি বলতে বুঝতে পারছি না আমার জীবনে কী করা উচিত। বোঝার চেষ্টা করছি যে আমি কী করতে চাই। আমি জানি না আবার কবে টেনিস খেলব।’কথাগুলো বলার সময় নিজেকে ধরে রাখতে পারেননি ওসাকা, ‘আপাতত কিছুদিনের জন্য বিরতি নিলাম।’