অনলাইন ডেস্ক, ৪ সেপ্টেম্বর।। ওলি পোপের ৮১ ও ক্রিস ওকসের ৫০ রানের সুবাদে দ্বিতীয় দিন শেষ এগিয়ে থাকল ইংল্যান্ডই। তবে ওভাল টেস্টে দ্বিতীয় ইনিংস শুরু করে দিনটা ভালোভাবে পার করেছে ভারতও।সিরিজের প্রথম তিন টেস্ট খেলা হয়নি পোপের। চতুর্থ টেস্টে ফিরেই দ্বিতীয় দিনে ইংলিশদের ভরসা হয়ে উঠলেন তিনি। জনি বেয়ারস্টোর (৩৭) সঙ্গে ৮৯ এবং মঈন আলীর (৩৫) সঙ্গে ৭১ রানের জুটি গড়ে দলকে ব্যাটিং বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন পোপ।
প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছে ২৯০ রান। যেখানে ধৈর্যশীল ব্যাটিংয়ে পোপের অবদান ৮১। ৩ উইকেট ৫৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল স্বাগতিকেরা।ইংল্যান্ডের সংগ্রহে বড় অবদান রেখেছেন ওকস। বোলিংয়ের পর ব্যাটেও ভারতীয়দের শাসন করলেন এক বছর পর দলে ফেরা এই বোলিং অলরাউন্ডার। ইনিংসের শেষদিকে ব্যাটিংয়ে নেমে ৬০ বলে ১১ চারে ৫০ রান করেন তিনি। শেষ উইকেট হিসেবে সাজঘরে ফেরার আগে জেমস অ্যান্ডারসনের (১*) সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন ওকস।
এর আগে ভারতের প্রথম ইনিংসের সময় বল হাতে আগুন ছোটান তিনি। ৫৫ রান খরচ করে একাই নেন ৪ উইকেট।
দ্বিতীয় ইনিংস শুরু করে বিনা উইকেটে ৪৩ রান করেছে ভারত। তৃতীয়দিনে ব্যাটিংয়ে নামবেন দুই ওপেনার রোহিত শর্মা (২০) ও লোকেশ রাহুল (২২)। সফরকারীরা এখনো পিছিয়ে আছে ৫৬ রানে। এর আগে ভারত প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৯১ রানে।
ওভাল টেস্ট যারা জিতবে তারা পাঁচ টেস্ট সিরিজে এগিয়ে যাবে ২-১ ব্যবধানে।
সংক্ষিপ্ত স্কোর- ভারত প্রথম ইনিংস: ১৯১ (ঠাকুর ৫৭, কোহলি ৫০; ওকস ৪-৫৫, রবিনসন ৩-৩৮) ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৯০ (পোপ ৮১, ওকস ৫০; ৩-৭৬, জাদেজা ২-৩৬) ভারত দ্বিতীয় ইনিংস: ৪৩-০ (রাহুল ২২* রোহিত ২০*)