অনলাইন ডেস্ক, ৪ সেপ্টেম্বর।। মার্কিন যুক্তরাষ্ট্রে জমা থাকা আফগানিস্তানের বিপুল পরিমাণ সোনা, আর্থিক বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ তালেবানদেরকে দেওয়া হচ্ছে না। তালেবানরা কাবুলের দখল নেওয়ার পর যুক্তরাষ্ট্র আফগান কেন্দ্রীয় ব্যাংকের ওই বিপুল পরিমাণ সম্পদ ও অর্থ আটক করে রাখে।ওদিকে মানবিক সহায়তা প্রদানকারী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা হুঁশিয়ারি দিয়েছে, আফগানিস্তানের সম্পদ ও টাকা আটকে রাখলে দেশটি বড় ধরণের অর্থনৈতিক সংকটে পড়বে।
আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলারের সম্পদ এবং অর্থ যুক্তরাষ্ট্রে আটকা পড়ে আছে। নারীদের অধিকার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাতে তালেবানদেরকে চাপ দেওয়ার জন্য এই সম্পদ আটক করে রাখা হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, এই সম্পদ ফেরত পেতে কয়েক মাসও লেগে যেতে পারে।
ওদিকে বৈদেশিক সাহায্য ও ডলারের চালান বন্ধ থাকায় নগদ অর্থের ঘাটতি এবং খরার কারণে ফসলের উৎপাদন কম হওয়ায় আফগানিস্তানে খাদ্য ও জ্বালানির দামও হুহু করে বাড়ছে।
মার্কিন ট্রেজারি থেকে এই সপ্তাহে বলা হয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের সরকার এবং তার অংশীদারদের আফগানিস্তানে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখার অনুমতি দিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় মানি ট্রান্সফার ফার্ম ওয়েস্টার্ন ইউনিয়ন (WU.N) এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলিকেও বিদেশে থাকা আফগানদের কাছ থেকে আফগানিস্তানে ব্যক্তিগত রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে।
মার্কিন ট্রেজারির একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ট্রেজারি ডিপার্টমেন্ট তালেবানদের উপর নিষেধাজ্ঞা শিথিল করছে না বা বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় তাদের প্রবেশের উপর নিষেধাজ্ঞাও শিথিল করা হচ্ছে না।ওই মুখপাত্র বলেন, “মার্কিন সরকার আফগানিস্তানে মানবিক সহায়তাদানকারী অংশীদারদের সাথে যোগাযোগ করেছে। উভয়েই নিরাপত্তা পরিস্থিতি এবং তাদের মানবিক কাজ চালিয়ে যাওয়ার সক্ষমতা সম্পর্কে মূল্যায়ন করছে”।
তিনি বলেন, “যেহেতু আমরা আফগান জনগণের প্রতি আমাদের অঙ্গীকার বজায় রেখেছি, আমরা তালেবান নেতাদের উপর নিষেধাজ্ঞা, চাপ বা আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় তাদের প্রবেশে বিধিনিষেধ কমাইনি”।মেরিল্যান্ডের অর্থনীতির অধ্যাপক এবং আফগান কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের দীর্ঘদিনের সদস্য শাহ মেহরাবি, রাশিয়ার একজন উর্ধ্বতন কর্মকর্তা এবং মানবিক সহায়তাদানকারী বিভিন্ন সংস্থা মার্কিন ট্রেজারির কাছে আফগানিস্তানের সম্পদ ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে বলেছে যে, দেশটির মানুষদের জীবন ঝুঁকিতে রয়েছে।