স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ আগস্ট।। বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়িকা মিমি মজুমদার করোনা আক্রান্ত হলেন। শনিবার সন্ধ্যায় তাঁর প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ায় তিনি কোভিড-১৯ পরীক্ষা করান। তাতে তাঁর রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রসঙ্গত, রাজ্যে করোনা সংক্রমণে শনিবার সমস্ত রেকর্ড ভেঙেছে৷ একদিনে ৩৩১ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাতে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮,৭১৭৷ এদিকে, আর আরও দুজনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে৷ ফলে, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৷ দ্রুতগতিতে করোনা-র বৃদ্ধিতে রাজ্যবাসীকে চিন্তায় ফেলেছে৷ সময়ের সাথে করোনা-র প্রকোপে কোনও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না৷ বরং, ক্রমশ ভয়ঙ্কর রূপ ধারণ করছে৷ ত্রিপুরায় এই সংক্রমণ আট হাজারের গণ্টি পার করেছে৷ এখন সবচেয়ে বেশি চিন্তায় রয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলাবাসী৷ কারণ, ওই জেলায় করোনা হু হু করে বেড়ে চলেছে৷
শনিবার রাজ্যে মোট ৩৩৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাতে ৩৩১ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ দেখা গিয়েছে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এন্টিজেন্টে নমুনা পরীক্ষা করা হয়েছে ২২৯২ জনের৷ তাতে ২২৭ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তাছাড়া আরটিপিসিআরে পরীক্ষা করা হয়েছে ১০৪১ জনের৷ তাতে ১০৪ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ রাজ্যে ৩৩১ জনের মধ্যে উত্তর জেলায় ২০ জন, ঊনকোটি জেলায় ৬২ জন, ধলাই জেলায় ৪৩, খোয়াইয়ে ১২, পশ্চিম জেলায় ১৪৫ জন, দক্ষিণ জেলায় ১০ জন, গোমতী জেলায় ২১ জন এবং দক্ষিণ জেলায় ১৮ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷