Criticized: বিশ্ব রেকর্ডের ম্যাচে সমালোচনাও সঙ্গী হলো ক্রিস্তিয়ানো রোনালদোর, জানুন কিভাবে

অনলাইন ডেস্ক, ২ সেপ্টেম্বর।। বিশ্ব রেকর্ডের ম্যাচে সমালোচনাও সঙ্গী হলো ক্রিস্তিয়ানো রোনালদোর। বুধবার রাতে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। যে পথে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নেন তিনি।

কিন্তু এমন দিনে প্রতিপক্ষ খেলোয়াড়কে ‘চড়’ মেরে সমালোচনার মুখেও পড়েছেন সিআরসেভেন।রোনালদো ম্যাজিকে ম্যাচটি ২-১ ব্যবধানে জিতে পর্তুগাল। পিছিয়ে পড়ার পরও দুরন্ত ভাবে ম্যাচে প্রত্যাবর্তন করে দলটি।৮৯ মিনিটে হেডে গোল করেন রোনালদো। ম্যাচে ফিরে সমতা। সেই সঙ্গে ফুটবল ইতিহাসে দেশের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে ইরানের আলি দাইকে টপকে যান রোনালদো।

যোগ করা সময়ে হেড থেকেই আরো একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন এই উইঙ্গার। আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল এখন রেকর্ড ১১১টি।এই ম্যাচেই রোনালদো শুরুতে পেনাল্টি মিস করেন। ঘটনার পরম্পরায় বিপক্ষের ফুটবলারকে চড় হাঁকান।

ম্যাচের তখন ১০ মিনিট। রোনালদো পেনাল্টি কিক নিতে যাচ্ছিলেন। জেফ হেন্ডরিক পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্ডেসকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল পর্তুগাল। ফাউলের জন্য যখন ভিএআর চেক হচ্ছিল, তখন দেখা যায় যে ডারা ও’শিয়া ফুটবলটি রোনালদোর সামনে থেকে পেনাল্টি স্পট থেকে সরিয়ে দেন।

তাতেই রেগে যান সিআর সেভেন। উত্তেজনার বশে তিনি চড় মারেন আইরিশ ফুটবলারকে।এই ঘটনা রেফারির চোখ এড়িয়ে যায়। নাহলে অবধারিতভাবে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হতো পর্তুগিজ মহাতারকাকে।লাল কার্ড না দেখলেও রোনালদোকে হলুদ কার্ড দেখতে হয়েছে যদিও। জয়সূচক গোল উদ্‌যাপন করতে গিয়ে জামা খুলে ফেলেন রোনালদো। রেফারি তাই হলুদ কার্ড দেখান তাকে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?