অনলাইন ডেস্ক, ২ সেপ্টেম্বর।। তীব্র খাদ্য সংকটে পড়তে পারে আফগানিস্তান। যার ফলে দেশটির প্রতি তিন জনে এক জনকে না খেয়ে থাকতে হবে। আগামী এক মাসের মধ্যেই এই খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।
আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক রমিজ আলাকবারভ জানান, সেখানকার মানবাধিকার পরিস্থিতিও ভীষণ উদ্বেগজনক। দেশটির অর্ধেক শিশুর পরবর্তী বেলার খাবার নিয়ে অনিশ্চয়তায় দেখা দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
আফগানিস্তানে খাদ্যের দাম অন্তত ৫০ শতাংশ বেড়ে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা । খাদ্যের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।এদিকে, আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তা বন্ধ রয়েছে। সরকারি চাকরিজীবীরাও বেতন পাননি।
অন্যদিকে, ক্ষমতা দখলের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তালেবান এখনো সরকার গঠন করেনি। তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টিও নিয়েও প্রশ্ন রয়েছে। একারণে দেশটিতে কবে নাগাদ বৈদেশিক সাহায্য পুনরায় চালু হবে তা নিশ্চিত নয়।