স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২ সেপ্টেম্বর।। মন্ত্রিসভায় যোগ দেওয়ার পর প্রথমবারের মতো বৃহস্পতিবার সকালে মন্ত্রী রামপ্রসাদ পাল ৫১ পীঠের অন্যতম পীঠস্থান ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন। একান্ন পিঠের একপিঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে বৃহস্পতিবার পুজো দিলেন মন্ত্রী রামপ্রসাদ পাল।
তার সহধর্মিণী। এছাড়া ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলার জেলা সভাধিপতি স্বপন অধিকার বিজেপি গোমতী জেলার সভাপতি অভিষেক দেব রায় সহ দলীয় কর্মীরা।
পূজা দেবার পর সোজা চলে যান মায়ের মন্দিরে থাকা শিব মন্দিরে ।সেখানে গিয়ে পূজা দেন মন্ত্রি রামপ্রসাদ পাল এবং সহধর্মিনী।
পরবর্তীতে সংবাদ কর্মীদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করবেন এবং জনকল্যাণে আশীর্বাদ নিয়ে উনি দায়িত্ব পালন করবেন বলে জানান। মা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে মন্ত্রী রামপ্রসাদ পাল রাজ্যবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।