Imprisonment: নাবালিকা ধর্ষণ, অভিযুক্তকে কারাবাসের সাজা দিল কৈলাসহরের ফাস্টট্র্যাক কোর্ট

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১ সেপ্টেম্বর।। নাবালিকা ধর্ষণে অভিযুক্তকে দুই ধারায় ৫ বছরের সশ্রম কারাবাসের ও আর একটি ধারায় ৫ মাসের কারাবাসের সাজা দিলেন বিচারক পি কুমার৷

জানা যায়, ৯ মে ২০১৯ সালে পেঁচারথল থানাধীন কৃষ্ণটিলার বাসিন্দা সুখময় দাস ওরফে সুখ পার্শ্ববর্তী পানটিলা পাড়ার নাবালিকার ঘরে একাকি পেয়ে ধর্ষণ করে৷

তখন মেয়েটির মা ও বাবা ঘরে ছিলেন না৷ তারা ঘরে ফিরে এলে মেয়ের কাছ থেকে সব জেনে পেঁচারথল থানায় সুখময়ের নামে অভিযোগ দায়ের করেন৷ পুলিশ তদন্ত করে সুখময়কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে৷

প্রায় সাতাশ মাসের মাথায় বুধবার ১লা সেপ্টেম্বর কৈলাসহরের ফাস্টট্র্যাক আদালতের বিচারক পি কুমার আইপিসি’র ৩৭৬ ধারায় সুখময়কে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৪৪৮ ধারায় ৫ মাসের কারাবাসের শাস্তির রায় ঘোষণা করেন৷

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী প্রাসেনজিৎ সেন৷ তদন্তকারী অফিসার ছিলেন পেঁচারথল থানার এস.আই শক্তিসাধন জমাতিয়া ও স্নেহাশিস দেববর্মা৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?