স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ সেপ্টেম্বর।। রাজ্যে বিমান পরিষেবার উন্নতিকল্পে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷
শ্রী সিন্ধিয়া মুখ্যমন্ত্রীকে লেখা এক চিঠিতে উল্লেখ করেছেন, কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যেই বিমানবন্দরগুলির পরিকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নিয়েছে৷
এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া দেশের বিমানবন্দরগুলির উন্নয়ন, আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য ২০ হাজার কোটি টাকার কাজ হাতে নিয়েছে৷
আগামী ৪-৫ বছরের মধ্যে ওই সমস্ত কাজ সম্পন্ন করার কথা বলা হয়েছে৷ দেশে বিমানযাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার তাগিদেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে৷
শ্রী সিন্ধিয়া মুখ্যমন্ত্রীকে চিঠিতে বলেছেন, আগরতলা বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও ডিডিওআর-এর জন্য ৪৮ একর জমি প্রয়োজন৷ এছাড়া কমলপুর বিমানবন্দরের উন্নতিকল্পে দরকার ৫০.৫ একর এবং কৈলাসহর বিমানবন্দরের জন্য ৭৫ একর৷
কমলপুর ও কৈলাসহরে এটিআর ৭২ টাইপ এয়ারক্রাফ্ট চালানোর জন্য এই জমির দরকার৷ এই সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মুখ্যমন্ত্রীকে বলেছেন কেন্দ্রীয়মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷