Assam: পরিস্থিতির অত্যন্ত অবনতি হয়েছে অসমে, প্রায় ১২৭৮টি গ্রাম এই মুহূর্তে বন্যা কবলিত

অনলাইন ডেস্ক, ১ সেপ্টেম্বর।। বন্যা পরিস্থিতির অত্যন্ত অবনতি হয়েছে অসমে। প্রায় ১২৭৮টি গ্রাম এই মুহূর্তে বন্যা কবলিত। দারাং, নলবাড়ি, লখিমপুরের অবস্থা সবচেয়ে ভয়াবহ।বারপেটা, বিশ্বনাথ, চিরাঙ্গ, ধেমাজি, ডিব্রুগড়, গোলাঘাট, জোরহাট, কামরূপ, লখিমপুর, মরিগাঁও, তিনসুকিয়া, শোনিতপুর সহ একাধিক জেলায় ৩ লক্ষ ৬৩ হাজার ১০০ জন ক্ষতিগ্রস্থ হয়েছেন।

গত ২৪ ঘন্টায় মরিগাঁওতে জলে ডুবে একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে অসমে বন্যায় জলে ডুবে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। সাতটি বন্যা কবলিত জেলার প্রায় ৪ হাজার ৯জনকে ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। প্রায় ৪০ হাজার হেক্টর কৃষিজমি জলের তলায়। ৫০টি রাস্তার বিভিন্ন অংশ জলে ডুবে রয়েছে।

৩৫০,০০০ গবাদি পশু, পোলট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে।বন্যা পরিস্থিতি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

কেন্দ্রীয় জলসম্পদ কমিশন জানিয়েছে, ডিব্রুগড়,জোরহাট, কামরূপ, শোনিতপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের জলস্তর বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কুশিয়ারা নদী যা বরাক উপত্যকার উপর দিয়ে বয়ে গিয়েছে, তারও জলস্তর বৃদ্ধি পেয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?