অনলাইন ডেস্ক, ১ সেপ্টেম্বর।। দল-বদলে এবার একের পর এক তারকার সঙ্গে চুক্তি করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সার্জিও রামোস-লিওনেল মেসিদের পর এবার শেষদিনে আরেক তারকাকে পার্ক দে প্রিন্সেসে আনল ফরাসি জায়ান্টরা।
পর্তুগিজ ফুল-ব্যাক নুনো মেন্ডেস এক মৌসুমের জন্য ধারে ঘরের ক্লাব স্পোর্টিং লিসবন থেকে পিএসজিতে যোগ দিয়েছেন। এই চুক্তিতে ৩৪ মিলিয়ন পাউন্ডে ১৯ বছর বয়সী ডিফেন্ডারের সঙ্গে স্থায়ী চুক্তি করার অপশনও রেখেছে লিগ ওয়ানের ক্লাবটি।
অন্যদিকে, পিএসজি থেকে এক বছরের জন্য ধারে স্পোর্টিং লিসবনে গেছেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার পাবলো সারাবিয়া।মেন্ডেস স্পোর্টিং লিসবনের হয়ে ৪৭ ম্যাচ খেলেছেন। জিতেছেন পর্তুগিজ লিগ শিরোপা এবং গত মৌসুমে জিতেছেন লিগ কাপ।
এবারের ট্রান্সফারে সফল পিএসজি। ভিড়িয়েছে সব বড় নাম। মেসি, রামোস, জিয়ানলুইজি দোন্নারুম্মা, জর্জিনো ভাইনালদাম, আশরাফ হাকিমি ও দানিলোর পর সপ্তম খেলোয়াড় হিসেবে প্যারিসে এলেন মেন্ডেস।
কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন থাকলেও আপাতত পিএসজিতে থাকছেন। স্প্যানিশ জায়ান্টদের দেওয়া প্রস্তাব এখনো গ্রহণ করেনি ফরাসি জায়ান্টরা।