অনলাইন ডেস্ক, ৩১ আগস্ট।। গ্র্যান্ড স্ল্যামে ফেরার দিনে ইউএস ওপেনে দাপুটে জয় পেয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। জাপানি কন্যা সরাসরি সেটে হারিয়েছেন মারি বৌজকোভাকে।
এই বছরের ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহারের পর এবারই প্রথম গ্র্যান্ড স্ল্যামের প্রথম ম্যাচ খেললেন ওসাকা। ২৩ বছর বয়সী তারকা ফিরেই প্রথম রাউন্ডে ৬-৪ ও ৬-১ গেমে হারিয়েছেন ৮৭তম বাছাই চেক তারকা বৌজকোভাকে।তিন নম্বর বাছাই ওসাকা পরের রাউন্ডে মুখোমুখি হবেন ১৪৫তম বাছাই সার্বিয়ার ওলগা দানিলোভিচের।
গত মে মাসে রোলাঁ গারোঁ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ওসাকা। ২০১৮ সালে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন জয়ের পর ‘দীর্ঘদিন হতাশায় ভুগছিলেন’ জানান তিনি।
চারটি গ্র্যান্ড স্ল্যামের মালিক ওসাকাকে দেখা যায়নি গত জুনের উইম্বলডনে। তবে ঘরের মাটিতে হওয়া টোকিও অলিম্পিক দিয়ে প্রতিযোগিতামূলক লড়াইয়ে ফেরেন তিনি। কিন্তু বিদায় নেন তৃতীয় রাউন্ড থেকে।
ফের আর্থার অ্যাশ স্টেডিয়োমের কোর্টে নেমে জয়ের পর ‘সত্যিকারার্থে আরামদায়ক’ অবস্থায় আছেন জানান ওসাকা। সেই সঙ্গে দর্শকদের সামনে খেলতে পেরে আনন্দিতও জানান তিনি। করোনা মহামারির কারণে গত বছরের ইউএস ওপেন হয়েছিল দর্শকবিহীন বা ক্লোজড ডোর অবস্থায়।ওসাকা ২০১৮ ও ২০২০ সালে ইউএস ওপেন জেতেন। ২০১৯ ও ২০২১ সালে জেতেন অস্ট্রেলিয়ান ওপেন।