অনলাইন ডেস্ক, ৩১ আগস্ট।। ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সাবেক এক নম্বর বাছাই সিমোনা হালেপ। গ্র্যান্ড স্ল্যামে ফেরার দিনে তিনি সরাসরি সেটে হারিয়েছেন কামিলা জর্জিকে।পায়ের মাংসপেশিতে চোট পাওয়ায় এ বছরের ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন খেলতে পারেননি এই রোমানিয়ান তারকা। তবে ইউএস ওপেনের প্রথম রাউন্ডে দাপট দেখিয়ে জিতলেন হালেপ। ইতালির জর্জিকে হারিয়েছেন ৬-৪ ও ৭-৬ (৭-৩) গেমে।
৩৬তম বাছাই জর্জি এই মাসে কানাডিয়ান ওপেন জেতেন। প্রথম রাউন্ডেই তিনি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলেন হালেপের সামনে। কিন্তু নিজের ভুলে দুইবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে হারাতে পারেননি এই ইতালিয়ান।১২তম বাছাই হালেপ পরের রাউন্ডে মুখোমুখি হবেন স্লোভাকিয়ার ক্রিস্টিনা কুচোভার।মেয়েদের সিঙ্গেলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন গার্বিন মুগুরুজাও। দোন্না ভেকিচকে হারিয়েছেন ৯ নম্বর বাছাই এই স্প্যানিশ তারকা।
দুইবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন মুগুরুজা ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫) গেমে হারান ভেকিচকে। ২৭ বছর বয়সী তারকা পরের রাউন্ডে পেতে পারেন জার্মানির আন্দ্রে পেতকোভিচ বা রোমানিয়ার ইরিনা-কামেলিয়া বেগুকে।
অন্যদিকে, ২০১৭ সালের ইউএস চ্যাম্পিয়ন স্লোন স্টিফেন্সের সঙ্গে কঠিন লড়াই হয়েছে তার স্বদেশি আমেরিকান ম্যাডিসন কিসের। সেই লড়াইয়ে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন চার বছর আগে প্রথম ও একমাত্র গ্র্যান্ড স্ল্যাম জেতা স্টিফেন্স।নিকট বন্ধু কিসের বিপক্ষে শেষ সেটে জয় তুলে নেন তিনি। আর্থার অ্যাশে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান স্টিফেন্স। কঠিন এই লড়াই তিনি জেতেন ৬-৩, ১-৬, ৭-৬ (৯-৭) গেমে।