অনলাইন ডেস্ক, ৩১ আগস্ট।। ইসলামী আমিরাত সহ বেশ কয়েকটি শাসন মডেলকে সামনে রেখে তালেবানরা আফগান জাতির সকলের কাছে গ্রহণযোগ্য একটি সরকার গঠনের চিন্তা করছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ কথা বলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
সরকার গঠনের কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তবে, পাকিস্তান ভিত্তিক পশতু টিভি স্টেশনকে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, শীঘ্রই একটি নতুন ব্যবস্থা বাস্তবায়নের ঘোষণা দেওয়া হবে।
তিনি আরও জানান, সরকারের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে তারা অন্যান্য রাজনৈতিক গোষ্ঠীগুলোর সঙ্গেও পরামর্শ করেছেন। সমাজের সকল মানুষের চাওয়া-পাওয়া বোঝার চেষ্টা করা হচ্ছে। এজন্য তাদের প্রতিনিধিরা বিভিন্ন প্রদেশে গিয়ে বিশিষ্টব্যক্তিবর্গের সাথে আলোচনা করেছেন।
ওদিকে আজ আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাই এবং আফগান হাই কাউন্সিল অফ রিকনসিলিয়েশনের প্রধান ড. আব্দুল্লাহ আব্দুলাহ তালেবানদের প্রধান নেতা মোল্লা হায়বাতুল্লাহ আখুনজাদার সঙ্গে আলোচনার জন্য কান্দাহার গিয়েছেন।
রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন এবং পাকিস্তান ইসলামী আমিরাত প্রতিষ্ঠার বিরোধীতা করেছিল, এই বিষয়টিকে তারা কিভাবে দেখছেন জানতে চাইলে তালেবানের এই মুখপাত্র বলেন, দেশের ভেতরে নতুন সরকার গঠন, নাম পরিবর্তন, পতাকা পরিবর্তন বা পুরোনোগুলোই রাখা হবে কিনা এ বিষয়ে আফগানরাই সিদ্ধান্ত নেবেন। এই বিষয়গুলো নিয়ে না ভেবে বরং বৈদেশিক সম্পর্কের বিষয়েই তাদের মনোযোগ দেওয়া উচিত।