তেলিয়ামুড়ায় ১০৩২৩ শিক্ষক সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২২ আগস্ট।। ১০৩২৩ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তেলিয়ামুড়া নেতাজি নগর স্কুলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে শিক্ষক সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় রক্ত দান করেন।করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে রাজ্যের সবকটি ব্লাড ব্যাংকে যখন রক্তের চরম সংকট চলছে ঠিক সেই সময়ে চাকুরিচ্যুত শিক্ষকদের এই রক্তদান শিবির খুবই তাৎপর্যপূর্ণ।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ১০৩২৩ শিক্ষকরা চাকরিচ্যুত হয়েছেন। তাদের জন্য রাজ্য সরকার এখনো পর্যন্ত বিকল্প কর্মসংস্থানের কোন ব্যবস্থা করতে পারেনি। রাজ্য সরকার চাকরিচ্যুত এইসব শিক্ষকদের গঠনমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। গঠনমূলক আজকেই আন্দোলনের অঙ্গ হিসাবে ধরে নিয়ে তারা আন্দোলনে শামিল হয়েছে।

এরই অংশ হিসেবে তারা তেলিয়ামুড়া নেতাজি নগর স্কুলে শনিবার রক্তদান শিবির সংগঠিত করেন।চাকরিচ্যুত শিক্ষকরা তাদের কর্মসংস্থানের জন্য রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন। চাকরিচ্যুত শিক্ষকরা তাদের জীবন-জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এই সংকটজনক পরিস্থিতির তো তারা সামাজিক কাজকর্মের সামিল হয়েছেন‌।

তাদের এ ধরনের সামাজিক কাজ কর্মের ভূয়সী প্রশংসা করেছেন এলাকার জনগণ।চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা তাদের সামাজিক কর্মসূচি আগামী দিনেও অব্যাহত রাখবেন। একদিকে রাজ্য সরকারের কাছে তাদেরকে চাকরিতে নিযুক্ত করার দাবি অন্যদিকে সামাজিক কর্মসূচি সমানভাবে চালিয়ে যেতে তারা বদ্ধপরিকর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?