Khalid Nur: তালেবানের সাথে আলোচনা হতে পারে কিন্তু আত্মসমর্পণ নয়, জানালেন উজবেক নেতা খালিদ নুর

অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট।। তালেবানরা এখনও আফগানিস্তানের তাজিক জনগোষ্ঠি অধ্যুষিত পাঞ্জশির উপত্যকা নিজেদের দখলে নিতে পারেনি। এরই মাঝে তালেবানের কাছে আত্মসমর্পণের কথা উঠলে তা নাকচ করে দিয়েছেন আরেক তালেবানবিরোধী নেতা, উজবেক নেতা খালিদ নুর। তিনি বলেছেন, আলোচনা হতে পারে কিন্তু আত্মসমর্পণ নয়।

দেশটির বালখ রাজ্যের এক সময়ের শক্তিশালী গভর্নর আতা মোহাম্মদ নুরের ছেলে খালিদ নুর আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, তালেবানের সঙ্গে সমঝোতায় বসতে বিরোধীদের কেউ কেউ একত্রিত হচ্ছে, যেখানে উজবেক জাতি গোষ্ঠীর নেতা আব্দুল রশিদ দোস্তমও রয়েছেন। তবে আর কারা এতে যুক্ত আছে তা স্পষ্ট করেননি তিনি।

২৭ বছর বয়সী নূর অজ্ঞাত স্থান থেকে দেওয়া সাক্ষাৎকারে আরো বলেন, “আমরা সম্মিলিতভাবে আলোচনা করতে চাই, কারণ আফগানিস্তানের সমস্যার সমাধান কারো একার পক্ষে করা সম্ভব নয়।”

খালিদ নুর বলেন, “সুতরাং, দেশের সমগ্র রাজনৈতিক সম্প্রদায়কে এর সঙ্গে যুক্ত করতে হবে, বিশেষ করে ঐতিহ্যবাহী নেতাদের, যারা ক্ষমতার অধিকারী, যাদের সঙ্গে জনসমর্থন রয়েছে। আলোচনা সফল না হলে কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে।”

কাবুলের পতনের কয়েকদিন আগে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরীফ বিনা যুদ্ধে তালেবানদের দখলে চলে আসার সময় চল্লিশ বছর ধরে চলা সংঘর্ষের অভিজ্ঞ সেনা আতা নূর এবং রশিদ দোস্তম দুজনেই দেশ ছেড়ে পালিয়ে যান।

খালিদ নুর আরো বলেন, আলোচনা যদি সফল হয় তাহলে ভালো, কিন্তু আমরা আত্মসমর্পণ করবোনা, আত্মসমর্পনের কোনো প্রশ্নই আসবে না।”ওদিকে, তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, বিরোধীদের সঙ্গে আলোচনা চলছে এবং তা সফল হওয়ার ৬০ শতাংশ সম্ভাবনা রয়েছে।খালিদা নুর আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তালেবানের সঙ্গে কাতারের দোহায় অনুষ্ঠিত শান্তি আলোচনায়ও উপস্থিত ছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?