অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট।। বেসামরিক নাগরিকদের সরিয়ে আনার জন্য বৃটেনের শেষ বিমানটি কাবুল ছেড়েছে। অথচ প্রত্যাবাসনের যোগ্য আরও শত শত আফগান সেখানে রয়ে গেছে— যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, ৩১ আগস্টের সময় সীমার আগে আফগানিস্তান থেকে বেসামরিক নাগরিক, কূটনীতিক ও সৈন্যদের বিমানে সরিয়ে আনার অভিযান সরকার গুটিয়ে আনছে। আরও কিছু ফ্লাইটে সামরিক ও কূটনীতিকদের সঙ্গে কিছু বেসামরিক লোক সরিয়ে আনা হতে পারে।
যুক্তরাজ্যের সশস্ত্রবাহিনী প্রধান জেনারেল স্যার নিক কার্টার শনিবার বিবিসিকে বলেন, আজকের মধ্যে স্থানান্তরের প্রচেষ্টা শেষ হবে।
তিনি বলেন, “আমাদের সৈন্যদের ফিরিয়ে আনার ফ্লাইটে কিছু বেসামরিক নাগরিক সরিয়ে আনার সুযোগ হতে পারে, তবে তা খুব কম। ”
আফগানিস্তানে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত লরি ব্রিস্টো একটি ভিডিওতে টুইট করেছেন, সেখানে তিনি এয়ারফিল্ডে দাঁড়িয়ে আছেন এবং তার পেছনে সামরিক বিমান রয়েছে। তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে আছেন।
তার টিম বৃটিশ নাগরিক, আফগান এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ লোকদের সরিয়ে আনার শেষ মুহূর্তের কাজ করে যাচ্ছেন বলে জানান লরি।
রাষ্ট্রদূত বলেন, ১৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার লোককে নিরাপদে সরিয়ে আনা হয়েছে।