অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট।। আগামী দুই-এক সপ্তাহের মধ্যে আফগান সরকারের নতুন মন্ত্রিসভা গঠন করা হতে পারে বলে জানিয়েছে দেশটির নিয়ন্ত্রণ নেওয়া তালেবান।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা রয়টার্সকে এমনটা জানিয়েছেন। এক ভয়েস মেসেজে তিনি বলেন, আগামী এক অথবা দুই সপ্তাহের মধ্যে নতুন মন্ত্রিসভার কথা জানানো হতে পারে।
মন্ত্রিসভায় কোনো নারী থাকবেন কিনা- এমন প্রশ্নে জাবিউল্লাহ বলেন, তালেবানের নেতৃত্ব পর্যায় থেকে নারীদের থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তালেবান নেতারা এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন, তা তিনি জানেন না।
তিনি জানান, জনস্বাস্থ্য, শিক্ষা মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক পরিচালনার জন্য ইতোমধ্যে কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
সেনা প্রত্যাহারের পর কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান মুখপাত্র।
একই সঙ্গে তিনি আশা করেন, শিগগিরই আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহারের কাজ শেষ হয়ে যাবে।
এ সময় আইএসের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের চালানো ড্রোন হামলার নিন্দা জানিয়েছেন তালেবান মুখপাত্র। তিনি বলেন, এটি আফগান অঞ্চলের ওপর হামলা।