Recovered: লাম্পেদুসা দ্বীপ থেকে ৫৩৯ জন অভিবাসীকে উদ্ধার করেছে ইতালিয়ান কোস্টগার্ড

অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট।। লাম্পেদুসা দ্বীপ থেকে ৫৩৯ জন অভিবাসীকে উদ্ধার করেছে ইতালিয়ান কোস্টগার্ড। শনিবার মাছ ধরার নৌকায় করে অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য সাগর পাড়ি দিচ্ছিলেন তারা।

ইতালীয় উপকূল থেকে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী উদ্ধারের ঘটনা এটি। খবর বিবিসির।

ওই নৌকাতে বিপুলসংখ্যক নারী ও শিশু ছিল। অভিবাসীদের মধ্যে অনেকে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালীয় উপকূলে পৌঁছেছিলেন।

তাদের মধ্যে অনেকে সহিংসতার চিহ্ন বহন করছেন। এদিকে, এই ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছেন ইতালিয়ান প্রসিকিউটররা।

মানবাধিকার গ্রুপ এমএসএফের (ডক্টরস উইদাউট বর্ডার্স) আলিদা সেরাচিয়েরি নামে এক ডাক্তার জানান, ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে নৌকার জন্য অপেক্ষা করার সময় লিবিয়ায় বেশ কয়েকজন অভিবাসী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসীদের লিবিয়ায় মিথ্যা কারাবাসের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা।

দুটি ইতালিয়ান কোস্টগার্ডের নৌকা এবং দেশটির আর্থিক অপরাধ বিষয়ক পুলিশের একটি নৌকায় অভিবাসীদের লাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়।

দ্বীপটির মেয়র টোটো মার্তেল্লো জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এটিই সর্বোচ্চ সংখ্যক অভিবাসী উদ্ধার।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?