অনলাইন ডেস্ক, ২৮ আগস্ট।। হফেনহেইমের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। আর্লিং ব্রট হালান্দের শেষ মুহূর্তের গোলে তিন পয়েন্ট আদায় করে নেয় মার্কো রোজের দল।
হফেনহেইমের বিপক্ষে ডর্টমুন্ড জিতেছে ৩-২ গোলে। মজার বিষয় হলো, জার্মান ক্লাবটির গোলদাতাদের তিনজনের জন্মই ইংল্যান্ডে।
ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের জন্ম স্টাউরব্রিজে। জিওভান্নি রেইনার জন্ম সান্দারল্যান্ডে। হালান্দের জন্ম লিডসে। অবশ্য বেলিংহাম ছাড়া বাকি দু’জন খেলেন অন্য দেশের হয়ে। রেইনা ও হালান্দের বাবারা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সময় এই দুই তারকার জন্ম।
প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে ডর্টমুন্ডকে এগিয়ে দেন রেইনা। ৪৯তম মিনিটে বেলিংহামের পাস থেকে প্রতিপক্ষের জাল খুঁজে নেন যুক্তরাষ্ট্রের ১৮ বছর বয়সী মিডফিল্ডার।
৬১তম মিনিটে ক্রিস্টফ বমগার্টনার সমতায় ফেরান হফেইনহেইমকে। ৬৯তম মিনিটে বেলিংহামের গোলে ফের এগিয়ে যায় ডর্টমুন্ড। তবে এবার ৯০তম মিনিটে মুনাস ডাব্বুরের গোলে সমতায় ফেরে হফেনহেইম।
কিন্তু রোমাঞ্চের শেষ হয়নি তখনও। নির্ধারিত সময় শেষে অতিরিক্ত যোগ করা প্রথম মিনিটে ডর্টমুন্ডের জয়সূচক গোল করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্দ।
এই জয়ে বুন্দেসলিগার চলতি মৌসুমের শীর্ষস্থানে উঠেছে ডর্টমুন্ড। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চারে হফেনহেইম।