অনলাইন ডেস্ক, ২৮ আগস্ট।। মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল থমাস বুসিয়েরে বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য পরমাণু হুমকির দিক দিয়ে রাশিয়াকে ছাড়িয়ে যাচ্ছে চীন। কিন্তু তার দেশ এবং চীনের মধ্যে পরমাণু সংঘাত এড়ানোর জন্য সুনির্দিষ্ট কোনো উপায়ও নেই।
তিনি বলেন, গত বছর সারাবিশ্বের সব দেশ মিলে যে পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, চীন একা তারচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।
তিনি আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়ার পক্ষ থেকে যতগুলো পরমাণু হুমকি রয়েছে খুব শিগগিরই চীনের পক্ষ থেকে তার চেয়ে বেশি হুমকি আসবে।
থমাস বুসিয়েরে মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ডের উপপ্রধান। তার বাহিনী আমেরিকার পরমাণু অস্ত্র দেখভাল করে থাকে।
তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে চীন শুধু মজুদ পরমাণু অস্ত্রের সংখ্যার দিক দিয়েই রাশিয়াকে ছাড়িয়ে যাবে না বরং সরেজমিনে তারা কীভাবে কাজ করছে সেটিও গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠবে।
এই মার্কিন সেনা কর্মকর্তা বলেন, রাশিয়ার সঙ্গে পরমাণু সংঘাত এড়ানোর জন্য কয়েকটি চুক্তি রয়েছে এবং সংলাপের মতো একটি কর্মপদ্ধতি রয়েছে কিন্তু চীনের সঙ্গে এই ধরনের কোনো ব্যবস্থা নেই আমাদের।