অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। চুক্তিটা ম্যানচেস্টার সিটির সঙ্গে হতে যাচ্ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। ইউরোপের অনেক গণমাধ্যম ও বিশ্বাসযোগ্য ক্রীড়া সাংবাদিক এমনটাই দাবি করেছিলেন। তবে তা এখন গুঞ্জনই হতে যাচ্ছে। সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির ব্যাপারে কথা বলছেন পর্তুগিজ উইঙ্গার। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও ক্রীড়া মাধ্যম গোল ডটকম।
রোনালদো যে জুভেন্টাসে আর থাকছেন না, তা নিশ্চিত করেছেন তুরিনের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। তিনি বলেন, পর্তুগিজ উইঙ্গার আর তুরিনের বুড়িদের হয়ে খেলতে চান না।
কিন্তু ৩৬ বছর বয়সী ফরোয়ার্ডের পরবর্তী গন্তব্য সিটি নাকি ইউনাইটেড— তাই এখন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।দুই নগর প্রতিদ্বন্দ্বীর যে হোক না কেন, রোনালদোর ম্যানচেস্টার শহরে ফেরার বিষয়টি এখন সময়ের। সেই সঙ্গে চলতি মৌসুমেই হয়তো ফের ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যাবে তাকে।
সিটিজেনরা সিদ্ধান্ত নিয়েছে, রোনালদোকে না কেনার ব্যাপারে। আর এদিকে, ওল্ড ট্রাফোর্ডে ফেরার বিষয়টি বেশ সতর্কতার সঙ্গে আলোচনা করছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা।শুক্রবার এক সংবাদ সম্মেলনে রেড ডেভিলদের প্রধান কোচ ওলে গানার সুলশার জানিয়েছেন, রোনালদো জানে আমরা তার জন্য এখানে আছি।এরপরই সাবেক ইউনাইটেড তারকার সঙ্গে সিটির চুক্তি না হতে যাওয়ার বিষয়টি গণমাধ্যমে উঠে আসে।