স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ আগস্ট।। আমতলী থানা এলাকার রানিখামার এলাকায় পুকুরের জলে ডুবে মৃত্যু হয়েছে এক নাবালকের। মৃত নাবালকের নাম অভয় মজুমদার। জানা যায় সে বাড়ির পাশেই পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরতে গিয়ে জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে অভয় মজুমদার নামে নাবালকের। জানা যায় সে নবম শ্রেণীর ছাত্র।
জলে ডুবে না ভালো ছাত্রের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া নাবালকের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা পুকুরের জলে খোঁজাখুঁজি শুরু করেন। পুকুরের জল থেকে তার মৃতদেহটি উদ্ধার। তার দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।ময়নাতদন্তের পর নাবালকের মৃতদেহটি পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হয়। জলে ডুবে মৃত নাবালকের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে পাড়াপড়শির কান্নায় ভেঙ্গে পড়েন।
শোকগ্রস্ত হয়ে পড়েছে গোটা এলাকা।নবম শ্রেণির ছাত্রের জলেরে মৃত্যুর ঘটনায় তার মা-বাবা প্রায় অর্ধ উন্মাদ হয়ে গেছে।কারুর সান্তনার বানী তাদের ভগ্ন হৃদয় স্পর্শ করছে না। এই হৃদয় বিদারক চিত্র এলাকার মানুষজনকেও মারাত্মকভাবে ব্যথিত করেছে।