স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২১ আগস্ট।। সিপাহীজলা জেলার মধুপুর থানা এলাকার রাধানগর গ্রাম পঞ্চায়েতে প্রচুর গাজার নার্সারি ধ্বংস করা হয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে মধুপুর থানার ওসি তাপস দাস এর নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী রাধানগর গ্রাম পঞ্চায়েতে হানা দিয়ে প্রচুর সংখ্যক নারী ধ্বংস করে দিয়েছে। মধুপুর থানার ওসি তাপস দাস জানিয়েছেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি জানান রাধানগর গ্রাম পঞ্চায়েত সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে ব্যাপকহারে গাঁজা চাষ হচ্ছে বলে তার কাছে সুনির্দিষ্ট খবর আসে। সেই খবরের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে গাজা বিরোধী অভিযানে যান মধুপুর থানার ওসি। গাঁজা চাষ বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে পুলিশ। এর আগেও এ ধরনের অভিযান চালিয়ে প্রচুর কাজ আর নার্সারি ধ্বংস করা হয়েছে।
এদিকে সোনা মোরা থানা এলাকার কমলনগরে বিএসএফ জওয়ানরা তল্লাশি চালিয়ে গাজা বাগান ধ্বংস করে দিয়েছে। জানা যায় কমলনগর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি স্থানে অবৈধভাবে গাঁজা চাষ করছিল।বিএসএফের ৭৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার চাষ বন্ধ করে দিয়েছে। গাজা চাষীদের সতর্ক করে দেয়া বলা হয়েছে এ ধরনের বেআইনি কাজ কর্মে পুনরায় যুক্ত হওয়ার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য রাজ্য সরকার রাজ্যে গাঁজা চাষ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকারি নির্দেশ অমান্য করেই অতি মুনাফালোভী লোকজনরা ব্যাপকহারে গাঁজা চাষ করে চলেছে। উৎপাদিত গাজা বিভিন্ন রাজ্যে পাচার করে অর্থের মুখ দেখছে ওইসব মুনাফালোভীরা। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা গুলি তেই গাঁজা চাষ ব্যাপকহারে হচ্ছে বলে জানা গেছে।এছাড়া পাহাড়ে এলাকাতেও ইদানীংকালে গাঁজার চাষ রমরমিয়ে চলছে।গাঁজা চাষ বন্ধ করতে প্রশাসনের তরফ থেকে কঠোর মনোভাব গ্রহণ করা হয়েছে।