অনলাইন ডেস্ক, ২৬ আগস্ট।। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলার পিছনে ওসামা বিন লাদেনের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন তালেবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ।তার দাবি, ওসামা বিন লাদেন যখন আমেরিকার জন্য মাথা ব্যাথার একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি তখন আফগানিস্তানেই ছিলেন। তাই ওসামা বিন লাদেনই যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে হামলা চালিয়েছিলেন একথা জোর দিয়ে বলা যায় না।
বুধবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন জাবিউল্লাহ মুজাহিদ। তার এই দাবি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশ্ব রাজনীতির আঙিনায়।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ার ও পেন্টাগনে চালানো ওই বিমান হামলায় নিহত হয় প্রায় তিন হাজার মানুষ। এ ঘটনায় আল কায়েদা ও দলটির নেতা ওসামা বিন লাদেনকে দায়ী করে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরই আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। যার ২০ বছর পর ফের আফগানিস্তানের দখল নিয়েছে তালেবানরা।
তালেবান মুখপাত্রের দাবি, টুইন টাওয়ার হামলার পেছনে বিন লাদেনের সংশ্লিষ্টতার দাবি মনগড়া ভাবেই করেছে আমেরিকা। আদতে এর সঙ্গে ওসামা বিন লাদেনের কোনও সম্পর্কই ছিল না। আফগানিস্তানে আগ্রাসন চালানোর অজুহাত খাড়া করতেই এই মিথ্যা অভিযোগ করেছিল মার্কিন সরকার।প্রসঙ্গত, ৯/১১ হামলার প্রতিশোধ নিতে ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনকে হত্যা আমেরিকার নেভি সিল।