স্টাফ রিপোর্টার, কদমতলা, ২১ আগস্ট।। মিড ডে মিলের চাল আত্মসাতের অভিযোগ উঠল কদমতলা স্কুলের প্রাথমিকের প্রধান শিক্ষক এবং অর্গানাইজার এর বিরুদ্ধে। অভিভাবকরা অভিযোগ করেছেন মিড ডে মিলের চাল এর জন্য স্কুলে গেলে প্রাথমিকের প্রধান শিক্ষক বেশ কয়েকবার তাদেরকে ঘুরিয়েছেন। মিড ডে মিলের অর্গানাইজারের দেখা পান না তারা।
করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য বরাদ্দকৃত মিড ডে মিলের চাল সহ অন্যান্য সামগ্রী প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। অথচ সেই বরাদ্দকৃত মিড ডে মিলের চাল কদমতলা বিভাগের ছাত্র ছাত্রীদের মধ্যে বন্টন করছেন না বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মিড ডে মিলের অর্গানাইজার। মিড ডে মিলের সামগ্রী সংগ্রহ করতে গিয়ে অভিভাবকরা হয়রানির শিকার হচ্ছেন।
তাতে অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অবিলম্বে মিড ডে মিলের চাল প্রদানের জন্য সংশ্লিষ্ট অভিভাবকদের তরফ থেকে তাঁকে জানানো হয়েছে।তারা অভিযোগ করেছেন ছাত্র-ছাত্রীদের জন্য মিড ডে মিলের বরাদ্দকৃত চাল আত্মসাৎ করা হয়েছে।ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ এর তরফ থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।প্রধান শিক্ষক এবং অর্গানাইজার এর ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন অভিভাবকরা।