অনলাইন ডেস্ক, ২৫ আগস্ট।। প্রথমবারের মতো ক্রেইগ আরভিনকে সীমিত ওভারের সিরিজের জন্য অধিনায়ক করেছে জিম্বাবুয়ে। তার নেতৃত্বে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরে যাবে জিম্বাবুয়েনরা। দুই দেশের বিপক্ষে সিরিজের জন্য গত সপ্তাহে অধিনায়ক ছাড়া ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করে জিম্বাবুয়ে।
২০২০ সাল শুরুর পর থেকে পঞ্চম ক্রিকেটার হিসেবে জিম্বাবুয়েকে সাদা বলের ক্রিকেটের নেতৃত্বে দেবেন আরভিন। এই সময়ের মধ্যে চামু চিবাবা, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা এবং টেস্ট অধিনায়ক শন উইলিয়ামসকে দিয়ে চেষ্টা করেছিল তারা।
প্রথমবারের মতো জিম্বাবুয়ের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক হলেও আরভিন এর আগে দেশকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন। ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে ঢাকায় জিম্বাবুয়েনরা মাঠে নেমেছিল তার নেতৃত্বে।
জিম্বাবুয়ের জার্সিতে আরভিন ১৮ টেস্ট, ৯৬ ওয়ানডে ও ২৬ টি-টোয়েন্টি খেলেছেন। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজে ছিলেন তিনি। কভিড-১৯ পজিটিভ ব্যক্তির সান্নিধ্যে আসায় আইসোলেশনে ছিলেন আরভিন।
আয়ারল্যান্ড সফরে জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ২৭ আগস্ট টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। ৬ আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও কভিড-১৯ প্রটোকল জটিলতার কারণে সিরিজটি পিছিয়ে যায়।
দুই দলের ওয়ানডে সিরিজ খেলবে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে। এই সুপার লিগের পয়েন্ট তালিকার একেবারে তলানিতে আছে জিম্বাবুয়ে। ছয় ম্যাচে মাত্র একটিতে জিতেছে তারা। অন্যদিকে তিন জয় নিয়ে ভালো অবস্থানে আছে আইরিশরা।
আয়ারল্যান্ড সফর শেষে স্কটল্যান্ডে যাবে জিম্বাবুয়ে। সেখানে স্কটিশদের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরের জন্য জিম্বাবুয়ে স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাবা, তেন্দাই চাতারা, লুক জংওয়ে, তিনাশে কামুনহুকামাভে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শাম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো, শন উইলিয়ামস।