স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ আগস্ট।। রাজ্যের কোভিড-১৯ পরিস্থিতি সম্পর্কে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, সারা দেশের তুলনায় রাজ্যে কোভিড- ১৯ আক্রান্তদের সুস্থতার হার বেড়েছে। গত ১০ দিনে তিনি রাজ্যে সুস্থতার হারের পরিসংখ্যান তুলে ধরে বলেন, কোনও কোনও সংবাদপত্রে শুধুমাত্র একদিনের সুস্থতার হারের হ্রাস উল্লেখ করে যা প্রকাশিত হয়েছে বাস্তবে তা সঠিক নয়।
গত ১০ দিনের মধ্যে একদিন সুস্থতার হার কিছুটা কমলেও তা প্রতিনিয়ত উঠানামা করে। তিনি বলেন, রাজ্যে পরীক্ষার হার বেড়েছে। মৃত্যু হার জাতীয় হারের চেয়ে কম এবং সুস্থতার হারও জাতীয় গড়ের চেয়ে বেশি। প্রতিদিন গড়ে তিন হাজার পরীক্ষা হচ্ছে। রাজ্য সরকারও চাইছেন আরও বেশি টেস্ট করে করোনা পজিটিভ রোগীদের চিহ্নিত করতে।
সারা দেশের মধ্যে ত্রিপুরার একমাত্র বাড়ি বাড়ি গিয়ে রোগী সনাক্তকরণ ও পরীক্ষার কাজ হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান। তিনি বলেন, রাজ্যের তিনটি জেলা উত্তর, ধলাই ও গােমতীতে টু-নেট টেস্ট পরীক্ষার মেশিন চালু করা হয়েছে। আজ পর্যন্ত মােট ২ লক্ষ ৩৬ হাজার ৪২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মােট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লক্ষ ৩৫ হাজার ৩৭৫ জনের।
এরমধ্যে পজিটিভ ৮, ১০৯ জন। সুস্থ হয়েছেন ৬,০৫২ জন। আজ সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৪১০ জন। বর্তমানে মােট সক্রিয় করোনা রোগী রয়েছেন ১,৯৬৬ জন। এখন পর্যন্ত করােনায় মারা গেছেন ৭০ জন। রাজ্যে কনটেইনমেন্ট জোন রয়েছে ১১৩টি। হােম আইসােলেশনে আছেন ৭৪৯ জন। সুস্থতার হার ৭৪.৬৩ শতাংশ। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় রাজ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮ হাজার ৮৭৯ জনের।