Beyonce: ফ্যাশন ইতিহাসে প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ডায়মন্ড পরলেন গায়িকা বিয়ন্সে

অনলাইন ডেস্ক, ২৪ আগস্ট।। ফ্যাশন ইতিহাসে প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ১২৮.৫৪ ক্যারেটের বিখ্যাত টিফানি ডায়মন্ড পরলেন গায়িকা বিয়ন্সে।সিএনএন জানায়, টিফানি অ্যান্ড কো’র ‘অ্যাবাউট লাভ’ ক্যাম্পেইনের অংশ হিসেবে বিশ্বের অন্যতম বৃহৎ হলুদ হিরাটি গলায় ঝুলিয়েছেন গ্র্যামি-জয়ী গায়িকা। ফটোশুটে তার সঙ্গে রয়েছেন স্বামী র‌্যাপার জে-জেড।

সোমবার এক বিবৃতিতে এ দম্পতি বলেন, প্রেম হলো এমন হিরা যা অলংকার ও শিল্পকে সাজায়।প্রায় দেড়শ’ বছর আগে অর্থাৎ ১৮৭৭ সালে দক্ষিণ আফ্রিকার খনি থেকে টিফানি ডায়মন্ড উত্তোলন করা হয়।এর আগে তিনজন নারীর গলায় হিরাটি শোভা বর্ধন করে। প্রথমবার ১৯৫৭ সালে হারের সঙ্গে এটি পরে আমেরিকান কূটনীতিক এডউইন শেলডনের স্ত্রী মেরি হোয়াইটহাউস। এরপর ১৯৬১ সালে বিখ্যাত ‘ব্রেকফাস্ট অ্যাট টিফানি’ ছবির ফটোশুটে ব্যবহার করেন কিংবদন্তি নায়িকা অড্রে হেপবার্ন। ২০১৯ সালে অস্কার পুরস্কারে পরেছিলেন গায়িকা লেডি গাগা।

এ ছাড়া ‌‘ডেথ ইন দ্য নাইল’ ছবিতে গল গাডটের গলায় শোভা পায় টিফানি ডায়মন্ডের রেপ্লিকা।কিম্বালির খনিতে পাওয়া হিরাটি বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র জুড়ে প্রদর্শিত হয়েছে। তবে এর স্থায়ী ঠিকানা হলো নিউইয়র্কের সিটির মিডটাউন ম্যানহাটানের টিফানি অ্যান্ড কো. ফ্ল্যাগশিপ স্টোর।

বিয়ন্সে তার ইনস্টাগ্রাম পেজে আইকনিক হিরাটি পরে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন।বিয়ন্স ও জে-জেডকে বিজ্ঞাপনে বেছে নেওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, তারা আধুনিক প্রেমের গল্পের প্রতীক। টিফানির মূল্যকে তারাই উপস্থাপন করতে পারেন।

২ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ‘অ্যাবাউট লাভ’ ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এর অংশ হিসেবে ‘ব্রেকফাস্ট অ্যাট টিফানি’ ছবির বিখ্যাত গান ‘মুন রিভার’-এ নতুন করে অংশ নেবেন তারকা দম্পতি।এ দিকে টিফানি অ্যান্ড কো. এক ঘোষণায় জানিয়েছে, হিস্ট্রিক্যালি ব্ল্যাক কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজেসে তারা ২০ লাখ ডলার অনুদান দিতে যাচ্ছে। যা স্কলারশিপ ও ইন্টার্নশিপ প্রোগ্রামে ব্যবহার হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?