Migrants: নতুন রেকর্ড – আটশো’র বেশি অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছে

অনলাইন ডেস্ক, ২৪ আগস্ট।। আটশো’র বেশি অভিবাসী শনিবার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছে। একদিনে সবচেয়ে বেশি অভিবাসীর ওই পথ পাড়ি দেওয়ার নতুন রেকর্ড এটি।যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই পথ ধরে যাওয়ার সময় দুইশো’র কাছাকাছি অভিবাসীকে থামায় ফরাসি কর্তৃপক্ষ।

১২,৫০০-এর কাছাকাছি অভিবাসী এই বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে।কর্তৃপক্ষ আরও জানায়, নিরাপদে আছেন ওই অভিবাসীরা। অভিবাসীদের ‘বিপজ্জনক অতিক্রম’ থামাতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছেন তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাজ্য কর্তৃপক্ষ শনিবার ৩০টি ছোট নৌকা থেকে ৮২৮ জন অভিবাসীকে উদ্ধার করেছে। অন্যদিকে, ব্রিটেন যাওয়ার পথে ১০টি নৌকা থেকে ১৯৩ জনকে আটক করেছে ফ্রান্স।তবে রবিবার বা সোমবার কোনো অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দেয়নি জানায় তারা।

এর আগে, একদিনে ওই চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীদের সর্বোচ্চ সংখ্যা ছিল ৫৯২ জন। গত ১২ আগস্ট এই রেকর্ড গড়া হয়। কিন্তু একই মাসে তার নতুন রেকর্ড হলো গত শনিবারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?