স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২১ আগস্ট।। উদয়পুর মহকুমায় একটি মাত্র সিএনজি স্টেশন। সেটিও আবার রাত ৯ টার পর বন্ধ হয়ে যায়। ফলে গ্যাস নেওয়ার জন্য সাধারণ অটো চালকদের দিনে পাঁচ থেকে ছয় ঘন্টার মত সময় নষ্ট হয়ে সিএনজি ভরতে।
গত রবিবার শান্তিরবাজার থেকে ফেরার পথে বিধায়ক সুদীপ রায় বর্মনকে দেখে উদয়পুর ব্রহ্মাবাড়িতে নিরীহ অটো চালক ভাইরা তাদের এই যন্ত্রণার কথা সুদীপ রায় বর্মণকে জানালেন। তৎক্ষণিক বিধায়ক শ্ৰী রায় বর্মন সিএনজি কতৃপক্ষের সাথে ফোনে কথা বলে এই সমস্যার দ্রুত সমাধানের কথা বলেন।
বিধায়ক শ্ৰী রায় বর্মনের কথা রেখে কতৃপক্ষ ঠিক ৪ দিনের মধ্যে চালকদের সুবিধার জন্য আরেকটি সিএনজি মেশিন নতুন করে যুক্ত করেন। এখন উদয়পুর সিএনজি স্টেশনে আগের মতো গাড়ির ভিড় দেখা যায় না। এই নিয়ে চালকদের মধ্যে খুশির হাওয়া লক্ষ করা যায়।