অনলাইন ডেস্ক, ২২ আগস্ট।। লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের ছন্দটা সাউদাম্পটনের বিপক্ষে টানতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট হারাল উলে গুনার সুলশারের শিষ্যরা।
রবিবার প্রতিপক্ষে মাঠে ১-১ ড্র করে ম্যান ইউনাইটেড।
৩০ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বেশ বিপাকেই পড়ে যায় দলটি। শেষ পর্যন্ত ম্যাসন গ্রিনউডের গোলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে তারা। নিজেদের প্রথম ম্যাচে লিডসকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছিল ইউনাইটেড। এদিন জয় না পেলেও একটি রেকর্ড গড়েছে তারা।
আর্সেনালের সঙ্গে যুগ্মভাবে টানা ২৭ অ্যাওয়ে ম্যাচ অপরাজিত থাকার নজির যুগ্মভাবে এখন রেড ডেভিলসদের দখলে। এদিনের ড্র’র ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট ইউনাইটেডের। সাউদাম্পটন এ ম্যাচেই প্রথম পয়েন্ট পেল। গত সপ্তাহে তারা এভারটনের বিপক্ষে হেরেছিল ৩-১ গোলে।
ম্যান ইউনাইটেডের পরের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন। অন্যদিকে রাল্ফ হাসেনহুটেলের সাউদাম্পটন পরের সপ্তাহে মাঠে নামবে নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে।