Kabul Airport: কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষমাণ জনতার হুড়োহুড়িতে কমপক্ষে ৭ জন মারা গেছে

অনলাইন ডেস্ক, ২২ আগস্ট।। তালেবানের কাবুল নিয়ন্ত্রণের ‍মুখে আফগানিস্তান ছাড়ার হিড়িক পড়ে গেছে। রবিবার তেমন ঘটনায় বিমানবন্দরের বাইরে অপেক্ষমাণ জনতার হুড়োহুড়িতে কমপক্ষে ৭ জন মারা গেছে। তবে এ নিয়ে বিস্তারিত জানায়নি যুক্তরাজ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে শনিবার চারজন মৃত্যুর খবর জানা যায়।

গত রবিবার কাবুলের দখল নেয় তালেবানরা। এরপর থেকে হাজার হাজার আফগান ছুটে যায় বিমানবন্দরের দিকে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিমানযাত্রীদের কিছু চিত্র ওই সময় হতবাক করে দেয়। সেই স্রোত এক সপ্তাহ পরও ধাবমান।

এ দিকে যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের নাগরিকদের বিমানবন্দর থেকে দূরে থাকতে বলেছে। তারা সম্ভাব্য আইএস হামলার আশঙ্কা করছে বলে জানায়। যদিও সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে এখনো কোনো হুমকি আসেনি।

যুক্তরাষ্ট্র জানায়, শুক্রবার পর্যন্ত আফগানিস্তান থেকে ১৭ হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে। একে বিমানের মাধ্যমে ইতিহাসের অন্যতম গণ প্রত্যাহার বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বর্তমানে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্রে সাড়ে ৪ হাজার সেনার একটি দল। এ ছাড়া রয়েছে ৯০০-র মতো ব্রিটিশ সেনা। বিমানবন্দরে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?