Congress: সকালে ইস্তফা, বিকালে প্রত্যাহার- প্রদেশ কংগ্রেস সভাপতির ‘প্রযোজনা’য় নাটক

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ আগস্ট।। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন পীযূষ কান্তি বিশ্বাস। শনিবার সারাদিন এই খবর রাজনৈতিক মহলে সবার মুখে মুখে। দুপুর গড়িয়ে বিকালে ইস্তফা প্রত্যাহার। রীতিমতো একপ্রস্ত নাটক হয়ে গেল কংগ্রেসে।

শনিবার সকালের দিকের প্রতিবেদন ছিল কিছুটা এরকম, চরম গোষ্ঠী কোন্দল চলছে কংগ্রেসে। যারা কাজ করার মানসিকতা নিয়ে কংগ্রেসে আসছে তাদেরকে পিছু পা হতে হচ্ছে। এমনিতেই রাজ্য কংগ্রেসের হাল অনেকটাই খারাপ।

মাঠে জায়গা করতে পারছে না কংগ্রেস। তার উপর কংগ্রেসের একটা স্বার্থলোভী গোষ্ঠী কোন্দল এ ব্যস্ত। যার জন্য কংগ্রেসের রাজ্যে হাল ধরার মতো কেউ নেই। ২০১৬ সালে কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিরজীত সিনহাকে সরিয়ে সভাপতির দায়ভার দেওয়া হয়েছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের উপর।

কিন্তু তিনিও কংগ্রেস থেকে পদত্যাগ করতে বাধ্য হন। তারপর কংগ্রেসের প্রদেশ সভাপতির দায়িত্ব আসে রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাসের উপর। তিনি দীর্ঘদিন প্রচেষ্টায় ছিলেন দলকে শক্তিশালী করার।

বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন তিনি দলের সংগঠনকে চাঙ্গা করার জন্য। কিন্তু কংগ্রেস নেতৃত্ব একটা গোষ্ঠী কোন্দলে ব্যস্ত। এমনই অভিযোগ করলেন পীযূষ কান্তি বিশ্বাস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন পীযূষ কান্তি বিশ্বাস।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ১৮ মাস সভাপতির পদে থেকেও দলের সংগঠন তৈরি করতে ব্যর্থ তিনি। পাশাপাশি উনি যেন কাজ না করতে পারে সে জন্য একটা লবি চেষ্টা চালিয়ে গেছে প্রায়শই। যার কারণে তিনি পদত্যাগ করেছেন।

দীর্ঘ ছাত্র আন্দোলন থেকেই তিনি কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন বলে জানান তিনি। কংগ্রেসের গোষ্ঠি কোন্দলের জন্য এ রাজ্যে কংগ্রেসের আগামী দিনের ভবিষ্যৎ যে শূন্য তা‌ আর বলার অপেক্ষা রাখে না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?