Road Blocked: পানীয় জল, বেহাল রাস্তাঘাট সংস্কার ও ঘরের দাবীতে অবরোধ আন্দোলন জনজাতিদের

স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ২১ আগস্ট।।
পানীয় জল, বেহাল রাস্তাঘাট এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের দাবীতে শনিবার পথ অবরোধে শামিল হলো জাতি জনজাতি অংশের লোকজন।

ঘটনা শনিবার গন্ডাছড়া মহকুমার গন্ডাছড়া-আমবাসা সড়কের জাগবন্দ্বুপাড়ায় ।ওইদিন সকাল ছয়টা থেকে পথ অবরোধে বসে ডুম্বুরনগর ব্লকের চিত্রাঝাড়ি, জাগবন্দ্বুপাড়া এবং উল্টাছড়া এ ডি সি ভিলেজের জাতি জনজাতি অংশের লোকজন ।

অবরোধকারিরা অভিযোগ করে জানান এ ডি সি ভিলেজগুলিতে পানীয় জলের তীব্র সংকট চলছে।জলের কোন সুব্যবস্থা করছে না স্থানীয় প্রশাসন।

জগবন্দ্বুপাড়া থেকে গন্ডাছড়া মহকুমা সদর বাজারের রাস্তাও বেহাল।দীর্ঘদিন যাবত দাবী জানানো সত্বেও রাস্তা সারাইর কাজে হাত দিচ্ছে না প্রশাসন।

চিত্রাঝাড়ি জাগবন্দ্বুপাড়া এবং উল্টাছড়া এ ডি সি ভিলেজে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বিতরণে বেনিফিসিয়ারি বাছাইয়ের ক্ষেত্রে অনিয়ম করার অভিযোগ করেছেন অবরোধকারীরা।

অবরোধের ফলে দুই পাশে ছোট বড় বহু যান আটকা পড়ে যায় ।দুর্ভোগ পোহাতে হয় সাধারন মানুষের ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?