স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ আগস্ট।। প্রয়াতঃ ছাত্রনেতা কাজল বর্মনের শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।রাজধানী আগরতলা শহরে ছাত্র-যুব ভবনে এ উপলক্ষে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কাজল বড়বোনের শহীদান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, প্রয়াতঃ কাজল বর্মন ছিলেন মেলাঘর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সপ্তম শ্রেণীর ছাত্র। খাদ্য আন্দোলন করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে পুলিশের গুলিতে কাজল বর্মণ শহীদ হয়েছিলেন।
তার সেই রক্ত কোনদিন বৃথা হবে না বলে তিনি উল্লেখ করেন।রাজধানী আগরতলা ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে শহীদ কাজল বর্মনের শহীদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।