স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ আগস্ট৷৷ কোভিড পরিস্থিতির জন্য একটা সংকটময় পরিস্থিতি চলছে৷ এর মধ্যে শিক্ষা পরিকাঠামো প্রায় ভেঙে পড়েছে বলা চলে৷
তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমরা বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে ৮ দফা দাবিতে শুক্রবার শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করা হয়৷
এদিন রাজ্য শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে শিক্ষা দপ্তরে দাবি সনদ তুলে দেন বাঙালি ছাত্রযুব সমাজের রাজ্য সচিব বিপ্লব দাস৷
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আর্থিক অবস্থা ভেঙে পড়েছে৷ তাই ছাত্রছাত্রীদের যাতে শিক্ষা ক্ষেত্রে কোনরকম সমস্যার শিকার হতে না হয়।
তার জন্য চলতি বছর শিক্ষাক্ষেত্রে সমস্ত সরকারি বেসরকারি স্কুল এবং কলেজের ছাত্র ছাত্রীদের ফি মুকুব করা, প্রয়োজনে শিক্ষা সামগ্রী ছাত্রছাত্রীদের মধ্যে প্রদান করা, যেসমস্ত ছাত্রছাত্রীরা বিজ্ঞান বিষয় নিয়ে পড়তে ইচ্ছুক তাদের জন্য স্কুলগুলিতে বিজ্ঞানের আসন সংখ্যা বৃদ্ধি করার দাবি জানান তিনি৷