Football: ৩৭.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দুই বছরের জন্য ধারে তুরিনে গেলেন লোকাতেল্লি

অনলাইন ডেস্ক, ১৯ আগস্ট।। গত ইউরো চ্যাম্পিয়নশিপ যারা দেখেছেন তাদের কাছে অপরিচিত নন ম্যানুয়েল লোকাতেল্লি। ইতালির শিরোপা জয়ের পেছনের নায়কদের একজন ছিলেন এই মিডফিল্ডার।

পুরো টুর্নামেন্ট জুড়ে মাঝমাঠে আলো ছড়িয়েছেন লোকাতেল্লি। রবার্তো মানচিনির এই সুযোগ্য শিষ্য এবার যোগ দিয়েছেন জুভেন্টাসে।

সাসৌলো থেকে ৩৭.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দুই বছরের জন্য ধারে তুরিনে গেলেন লোকাতেল্লি। ২০২৩ সালের জুন পর্যন্ত জুভদের জার্সিতে দেখা যাবে তাকে।

তবে এই চুক্তিতে কেনার বাধ্যবাধকতা থাকছে। তুরিনের বুড়িরা চাইলে ধারের চুক্তি শেষ হওয়ার পর স্থায়ীভাবে তিন বছরের জন্য কিনে নিতে পারবে লোকাতেল্লিকে।

২৩ বছর বয়সী এই মিডফিল্ডার গত মাসে ২০২০ ইউরোতে ইতালির স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। পাঁচ ম্যাচে দুই গোল করেন তিনি। ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে মাঠে নামেন বদলি হিসেবে।

লোকাতেল্লি সাসৌলোতে যোগ দেন ২০১৮ সালে। সাবেক এই এসি মিলান তারকাকে আর্সেনাল ও লিভারপুলও চেয়েছিল দলে ভেড়াতে। তবে ঘরোয়া লিগেই থাকছেন লোকাতেল্লি।

জুভরা ২০২১-২২ মৌসুমের সিরি’আ অভিযান শুরু করবে রবিবার, উদিনেসের বিপক্ষে ম্যাচ দিয়ে। গত মৌসুমে শিরোপা হাতছাড়া হয়েছে তাদের। ২০১২ সালের পর প্রথমবারের মতো সিরি’আ জিততে ব্যর্থ হয় জুভেন্টাস। তুরিনের বুড়িরা মৌসুম শেষ করে পয়েন্ট তালিকার চারে থেকে।

যার ফলে মাত্র এক মৌসুমেই চাকরি হারান কোচ আন্দ্রে পিরলো। তার পরিবর্তে পুনরায় নিয়োগ দেওয়া হয় সাবেক কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?