অনলাইন ডেস্ক, ১৬ আগস্ট।। সবশেষ দুই মৌসুমে রিয়াল মাদ্রিদ যে গোলগুলো করেছে, তার ৩১.৮ শতাংশই এসেছে করিম বেনজেমার পা থেকে। ক্লাবটি তাই বেশ ভালোভাবেই জানে, এবারো তাদের গোলের মূল উৎস হবেন এই ফরাসি তারকা। এমনকি লিওনেল মেসির অনুপস্থিতিতে ‘পিচিচি ট্রফি’ জয়ে বেনজেমা থাকবেন বেশ ভালো অবস্থানে।
ক্রিস্তিয়ানো রোনালদো ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে পাড়ি দেওয়ার পর থেকে গোল করায় ক্লাবটির বড় ভরসা হয়ে আছেন বেনজেমা। সবশেষ তিন মৌসুমে লা লিগায় যথাক্রমে ২১, ২১ ও ২২টি করে গোল করেছেন ৩৩ বছর বয়সী তারকা।
এই তিন মৌসুমেই বেনজেমা সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেসে ছিলেন বেশ ভালোভাবেই। তবে শেষ পর্যন্ত লিওনেল মেসির কাছে পেরে ওঠেননি।
মেসি বার্সেলোনা তথা লা লিগা ছাড়ায় এখন অন্য খেলোয়াড়দের সামনে সুযোগ ব্যক্তিগত ট্রফি জয়ের। বেনজেমা এক দশকেরও বেশি সময় ধরে লস ব্লাঙ্কোসদের হয়ে খেলছেন। তার সামনে এখন বড় সুযোগ ব্যক্তিগত অর্জনে ভাস্বর হওয়ার।
মেসির মতো লা লিগা ছেড়েছেন সার্জিও রামোস। রিয়াল ছেড়ে রামোসেও নতুন ঠিকানা পিএসজি। রামোস রিয়াল ছাড়ায় পেনাল্টি নেওয়ার সুযোগ বেশি পাবেন বেনজেমা। যা তাকে গোলদাতার তালিকায় ওপরের দিকে যেতে আরো বেশি সাহায্য করবে।
বেনজেমা ফ্রি কিকও ভালো নিতে পারেন। যদিও এই দায়িত্ব তিনি ভাগ করবেন ডেভিড আলাবা, লুকা মদ্রিচ, গ্যারেথ বেল এবং টনি ক্রুসের সঙ্গে।
বেনজেমা এরই মধ্যে লা লিগায় দুরন্ত শুরু পেয়েছেন। শনিবার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আলাভেসকে ৪-১ গোলে হারায় রিয়াল। বেনজেমা এ ম্যাচে করেছেন জোড়া গোল।