স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ আগস্ট।। নতুন রূপে সেজে উঠেছে রাজধানীর অ্যালবার্ট এক্কা পার্ক৷ আগামীকাল সকালে এই পার্কে নবনির্মিত শহিদ স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাজ্যপাল৷
স্মার্ট সিটি প্রকল্পে নতুন রূপে তৈরি করা হচেছ অ্যালবার্ট এক্কা পার্কটিকে৷ মূলত ৭১-এর যুদ্ধের নানা স্মৃতিকে স্থান দেওয়া হচ্ছে এই পার্কে৷ আপাতত পার্কের ভেতর নির্মিত মেমোরিয়াল প্লাজাটিতে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাজ্যপাল৷
সেখানে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনি থেকে নেওয়া দুটি যুদ্ধ কামান, অমর জওয়ান ফলক, স্মৃতি স্তম্ভ সহ বেশ কিছু দেওয়াল লিখন রয়েছে৷ সেখানে ৭১-এর অপারেশন ক্যাকটাস সংক্রান্ত যাবতীয় স্মৃতি সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে৷ রয়েছে অ্যালবার্ট এক্কা’র জীবনি৷
পার্কের বরাত পাওয়া ঠিকেদার তপন পোদ্দার জানিয়েছেন, প্রবেশ পথেই একটি অ্যালবার্ট এক্কা’র মর্মর মূর্তি স্থাপন করা হবে৷ থাকবে সুদর্শন ফোয়ারা৷ আর্মিদের নানা কর্মসূচির জন্য তৈরি করা হয়েছে গ্যাদারিং প্লাজা৷ এছাড়া যুদ্ধ সংক্রান্ত নানা ছবির প্রদর্শনীও সেখানে রাখা হবে৷
পার্কের পাশে তৈরি করা হবে দুটি ওয়াচ টাওয়ার৷ ওই পার্কটি এবং পোস্ট অফিস চৌমুহনির মধ্যস্থলকে সাজিয়ে তোলার জন্য প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে স্মার্ট সিটি প্রকল্প থেকে৷
সামনে বিমান বন্দরে যাওয়ার রাস্তা প্রসারিত করার জন্য জমি অধিগ্রহণের কাজ চলায় কিছুটা বিলম্ব হলেও চলতি বছরই পার্কের কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তপন পোদ্দার৷