স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১৯ আগস্ট।। ঊনকোটি জেলার কৈলাসহর থানার পুলিশ কৈলাসহর স্কুলের দশটি সিলিং ফ্যান চুরির ঘটনায় তিন চোরকে গ্রেপ্তার করেছে। ধৃত ৩ চোর হল সুমন দাস ,সমীর মালাকার এবং নয়ন দাস। তাদের কাছ থেকে আটটি সিলিং ফ্যান এবং বেশকিছু সামগ্রী উদ্ধার করেছে কৈলাসহর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে নির্দৃষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে। তিন জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় ৬ দিন আগে কৈলাসহর স্কুলের দশটি সিলিং ফ্যান চুরি হয়ে যায়।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক বিমল সেন কৈলাসহর থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের। স্কুলের সিলিং ফ্যান চুরি হওয়ার ঘটনা পরিপ্রেক্ষিতে পুলিশ চোরদের পাকড়াও করার জন্য তৎপরতা শুরু। চুরির ঘটনার পাঁচ দিনের মাথায় ৩ চোরকে পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এ ধরনের চুরির ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তাদের সম্পর্কে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। স্কুলের সিলিং ফ্যান চুরির ঘটনায় পুলিশের সাফল্যে এলাকার জনগণ ব্যক্ত করেছেন।
পুলিশ ইচ্ছে করলে যে কোনো ক্ষেত্রেই সাফল্য অর্জন করতে পারে এই ঘটনা তারই প্রমাণ বলে বিভিন্ন মহলের অভিমত।উল্লেখ্য লক ডাউন ঘোষণার পর থেকেই কৈলাসহর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে চলেছে। রাত জেগে পাহারা দিয়ে মানুষজন তাদের সম্পদ রক্ষা করতে বাধ্য হচ্ছেন। এলাকাগুলিতে রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য স্থানীয় জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে।